Wednesday 2 November 2011

মাউসের কাজ কি-বোর্ড দিয়ে

মাউস কোনো কারণে নষ্ট হয়ে গেলে কি-বোর্ড ব্যবহার করে মাউসের কাজ সারতে পারেন। এ জন্য Control Panel থেকে Accessibility Option-এ যেতে হবে। এরপর যে ডায়ালগ বক্স আসবে, সেখানে Mouse-এ ক্লিক করতে হবে।
এরপর Use Mouse Keys-এর পাশে টিকচিহ্ন দিন। Settings-এ গিয়ে Pointer Speed-এর Accelenation কম-বেশি করতে পারেন। সবশেষে Apply করে OK করুন। এখন নিউমেরিক কি-প্যাডের কি দিয়ে আপনি কারসর নাড়াতে পারবেন। 5 দিয়ে ক্লিকের কাজ করতে পারবেন।

No comments:

Post a Comment