Tuesday 1 May 2012

ফেসবুকের টাইমলাইন বাদ দেয়ার উপায়

ফেসবুকের টাইমলাইন বাদ দেয়ার উপায় ফেসবুকের নাটকীয় নতুন নকশা নিয়ে অনেকে ব্যবহারকারী বোধহয় একটু ক্ষুণ্ন হয়েছেন। যদিও মার্ক জাকারবার্গ জোর গলায় টাইমলাইনকে অনুভূতি প্রকাশের নতুন পদ্ধতি বলছেন। তার পরও বেশির ভাগ ব্যবহারকারী সম্ভবত পুরনো প্রোফাইলেই ফেরত যেতে চান।অবশ্য টাইমলাইন নিয়ে অসন্তুষ্ট ব্যবহারকারীদের পুরনো প্রোফাইলে ফিরে যাওয়ার কোনো সুযোগ রাখেনি ফেসবুক।

হতাশ হবেন না! যারা নিজেদের পুরনো প্রোফাইল আবার দেখতে চান- ফেসবুকে প্রবেশ করুন মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার (আইই) দিয়ে। পুরনো ব্রাউজারের জন্য উপযোগী ফেসবুক সংস্করণ ধীরে ধীরে বাদ দিয়ে দিচ্ছে ফেসবুক। আর এ কারণেই ইন্টারনেট এক্সপ্লোরার ৭ ও ৬ এ নিশ্চিন্তে এখনো সেই পুরনো ফেসবুকই ব্যবহার করতে পারা যাবে। তবে পুরনো প্রোফাইল দেখতে পেলেও সেটা আর মনমতো থাকবে না এখানে। আর নিজে দেখা গেলেও বন্ধুরা কিন্তু আপনার পুরনো প্রোফাইল দেখতে পারবে না- দেখবে নতুন টাইমলাইনই।
গত কয়েক বছর ধরে আইই ৬ ও ৭ এর ব্যবহার দিন দিন কমে আসছে। তার পরও বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের পাঁচ-আট শতাংশ আইইর পুরনো সংস্করণগুলো ব্যবহার করেন।
ফেসবুকে ৮০ কোটির বেশি গ্রাহকের মধ্যে আইই ব্যবহারকারীর সংখ্যা হতে পারে ৪ থেকে ৬ কোটি ৪০ লাখের মতো।
এদিকে শীর্ষ ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান গুগলও ঘোষণা দিয়েছে জি-মেইল ও ইউটিউবের ক্ষেত্রে পুরনো ওয়েব ব্রাউজার সংস্করণ বন্ধ করে দেয়া হবে।

No comments:

Post a Comment