Monday 28 May 2012

লুকিয়ে রাখুন Shut Down অপশন

একটু কৌশল খাটালেই অনাকাঙ্ক্ষিত কেউ বন্ধ করতে পারবে না আপনার পিসি। আর এজন্য Shut Down অপশনটি লুকিয়ে রাখতে হবে আপনাকে। আসুন, এবার জেনে নিই পিসি’র Shut Down অপশন লুকিয়ে রাখার নিয়মটি।
·    প্রথমেই আপনার পিসি’র  Run কমান্ডে গিয়ে  regedit লিখে  Enter দিন।

·    এরপর উইন্ডো থেকে HKEY_CURRENT_USER Software Microsoft Windows CurrentVersion Policies Explorer ডিরেক্টরিটি খুঁজে বের করুন। ডান পাশের প্যানেলে মাউসের রাইট বাটন ক্লিক করে একটি নতুন  DWORD ভ্যালু খুলুন। এর নাম দিন NoClose।
·    এরপর এতে রাইট বাটন ক্লিক করে Modify এ ক্লিক করুন এবং Value Data ঘরে 1 লিখে ok করে বেরিয়ে আসুন।
·    এরপর উইন্ডোটি বন্ধ করে পিসি রিস্টার্ট দিন।
তবে Shut Down অপশনটি আবারো অ্যাকটিভ করতে চাইলে একইভাবে রেজিস্ট্রি এডিটরে গিয়ে DWORD এর ভ্যালু 0 বসান অথবা DWORD টি ডিলিট করে পিসি রিস্টার্ট দিন।

No comments:

Post a Comment