Sunday 7 July 2013

খুঁজে নিন দরকারি ফাইল

অনলাইনে নিয়মিত তথ্য-উপাত্ত খুঁজতে সার্চইঞ্জিন গুগল বেশি ব্যবহূত হয়। অনেক সময় দরকারি তথ্য খুঁজতে বেশ বেগ পেতে হয়। কিছু কি-ওয়ার্ড দিয়ে কম সময়ে তথ্য খুঁজে পাওয়া যায়, আবার কিছু কাজও করা যায়।

ক্যালকুলেটর হিসেবে : গুগলকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। ক্যালকুলেটর ফাংশনের জন্য যোগ, বিয়োগ, গুণ ও ভাগ চিহ্নগুলো ব্যবহার করে প্রয়োজনীয় হিসাবের শেষে সমান (=) চিহ্ন লিখুন (3*7=)।
অভিধান হিসেবে : গুগলকে অভিধান হিসেবে ব্যবহার করতে প্রয়োজনীয় শব্দের আগে ‘define:’ লিখুন। (define: Technology)
সমার্থক শব্দ খুঁজতে : শব্দের প্রতিশব্দ জানতে শব্দটির আগে টিল্ট চিহ্ন (~) লিখুন (~technology)
ক্রমিক বের করতে : প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যারের ক্রমিক বের করতে ডবল কোটের (“ ”) মধ্যে সফটওয়্যারের নাম লিখে 94FBR লিখুন। (“IDM” 94FBR)
নির্দিষ্ট সাইটের তথ্য পেতে : যেকোনো দরকারি সাইট থেকে মুভি বা গুরুত্বপূর্ণ ফাইলের লিঙ্ক চাইলে লিখুন site: http://www.rhmbubt.com “Movie name”
অডিও ফাইল খুঁজতে : পছন্দের অডিও ফাইল খুঁজতে লিখুন: intitle: “index of” mp3 “Your File name”
ই-বুক খুঁজতে : দরকারি ও গুরুত্বপূর্ণ বই নামানোর লিঙ্ক খুঁজে পেতে লিখুন: intitle: “index of” Your book name।
এভাবে খুঁজলে তথ্য পেতে হয়রান না হয়ে সরাসরি ফাইল নামানোর লিঙ্ক পাওয়া যায়।

No comments:

Post a Comment