Thursday 13 February 2014

পাসওয়ার্ডে গন্ধ?

কম্পিউটারের সামনে গেলেন আর আপনার গায়ের গন্ধ টের পেয়েই খুলে গেল তা। সাই-ফাই গল্প নয়, গবেষকেরা দাবি করছেন গন্ধও পাসওয়ার্ড হতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।  সাইবার দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবস্থা শক্তিশালী হওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন।
শক্তিশালী পাসওয়ার্ডের খোঁজে গবেষকেরা নানা বিষয় নিয়েই গবেষণা করে চলেছেন তাঁরা। ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে হূত্স্পন্দন কতোরকম পাসওয়ার্ডের কথা এতোদিনে হয়তো আপনার জানা হয়ে গেছে। এবারে গবেষকেরা বলছেন, মানুষের গায়ের গন্ধও নতুন বায়োমেট্রিক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে।
স্পেনের গবেষকেরা দাবি করেছেন, প্রত্যেকটি মানুষের গায়ের গন্ধের ধরন ভিন্ন এবং এই গন্ধ সবসময় একইরকম থাকে। তাই এই পদ্ধতিটিকে কাজে লাগানো গেলে বর্তমানে প্রচলিত বিভিন্ন পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এবং নিখুঁত ফল পাওয়া যাবে।
বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যানকে প্রায় নিখুঁত পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবে মনে করা হয়।
গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন শতকরা ৮৫ শতাংশ ক্ষেত্রে গায়ের গন্ধকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে সাফল্য পেয়েছেন তাঁরা। এই পদ্ধতিটির উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন গবেষকেরা।

No comments:

Post a Comment