Monday 23 November 2015

সেলফি তুলতে ‘সেলফি হাত’

মাঝে মাঝে সবারই মনে হয় হাতটা যদি একটু লম্বা হতো! আক্ষরিক অর্থে হোক আর ভাবার্থেই হোক, বড় হাতের বাড়তি সুবিধা পাওয়া যায়। অন্তত সেলফি তোলার ক্ষেত্রে। পেছনে দাড়ানো এক ডজন বন্ধুর ছবি একসঙ্গে ছবি তুলতে গিয়ে যখন হাতের মাপের চেয়ে আর উুঁচতে ক্যামেরা ধরা যায় না, তখন ও মনে হয় আহ! হাতটা যদি আরেকটু লম্বা হতো!!!
এমনি এক চাওয়া থেকে ম্যানসুন নামের একটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান বানিয়ে ফেললো সেলফি তোলার জন্য কৃত্রিম হাত।
সব জায়গায় সেলফি স্টিক বহন করাটাও বিরক্তিকর। কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আপনার সেলফি স্টিক গ্রহণযোগ্য না ও হতে পারে। এসব ক্ষেত্রে সেলফি তোলার সমস্যা সমাধানে ম্যানসুন বানালো কৃত্রিম হাত যা বহন করাও বিরক্তিকর নয় আবার কেউ জানতেও পারবে না আপনার কৃত্রিম হাত আছে।
হাত দুটো থাকবে আপনার কাপড়ের ভেতরে। যখন দরকার হবে হাতটা উঁচু করে ধরলেই সেলফি তুলে দেবে কৃত্রিম হাত। তবে এই কৃত্রিম হাত দু’টোকে ঢেকে রাখার জন্য দরকার অতিরিক্ত কাপড়ের। তাই কোন নির্দিষ্ট কাপড় ছাড়া এই হাত দুটোও ঠিক উপকারী হতে পারবে না। অ্যামাজনে এই কৃত্রিম হাত পাওয়া যাচ্ছে কাপড় সহ।

No comments:

Post a Comment