Saturday 7 November 2015

ফেসবুক থেকে মুছে ফেলুন সার্চ ইনফো

ফেসবুকে আপনি যেটাই সার্চ করে থাকুন না কেন, আপনার যাবতীয় সার্চ তথ্য ফেসবুকে সংরক্ষিত থাকে। তবে এসব সার্চ তথ্য কেবলমাত্র আপনি দেখতে পাবেন। কিন্তু এই সার্চ তথ্য ফেসবুকে রেখে দেওয়ার অসুবিধাটা হচ্ছে, কোনো কারণে আপনার ফেসবুক অন্য কারো হাতে পড়লে, আপনার ব্যক্তিগত এসব সার্চ তথ্য অন্য কেউ সহজেই জেনে নিতে পারবে।
যেটা বেশ বিব্রতকরও হতে পারে। তাই ফেসবুকে আপনার সার্চ তথ্যগুলো নিয়মিত মুছে ফেলাই ভালো। ফেসবুকে আপনার সার্চকৃত তথ্যে কীভাবে মুছে ফেলবেন, সেই ধাপগুলো এবার জেনে নিন।
প্রথমে ফেসবুকে আপনার হোমপেজ থেকে ওপরের দিকে থাকা সার্চ বক্সটিতে ক্লিক করুন।

সার্চ বক্সটিতে ক্লিক করার পরপরই রিসেন্ট সার্চেস-এর যে মেন্যুটি আসবে, তার ওপরের ডান পাশে EDIT অপশনটিতে ক্লিক করুন।

এবার ফেসবুকে আপনার সার্চকৃত সব বিষয়ের তালিকা দেখতে পাবেন। এ তালিকা থেকে নির্দিষ্ট করে কোনো সার্চের তথ্য বাদ দিতে চাইলে, প্রত্যেকটি সার্চ তথ্যের এন্ট্রির ডান পাশে  থাকা Hidden from Timeline আইকনটিতে ক্লিক করুন। এবার Delete বাটনটিতে ক্লিক করে Remove Search অপশনটিতে ক্লিক করে মুছে ফেলুন।

এ ছাড়া চাইলে একসঙ্গে সব সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারেন। এ পদ্ধতিটি আরও সহজ। এজন্য পেজটির ওপরের ডানপাশে Clear Searches এ ক্লিক করলেই হবে। সার্চ হিস্টোরি ক্লিয়ার করার পর আপনার সার্চ পাতাটি দেখাবে অনেকটা ওপরের ছবিটার মতো।
নিচের ভিডিও থেকে প্র্যাকটিক্যালি দেখে নিতে পারেন:
 

No comments:

Post a Comment