Tuesday 12 April 2016

সোলার প্যানেলে বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ

সাধারণত বৃষ্টির ফোঁটা থেকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা অসম্ভব। এই অসম্ভব কাজ সম্ভব করলেন চীনের একদল বিজ্ঞানী। তারা অণুর সমান পাতলা গ্রাফিনের স্তর দিয়ে সোলার সেল তৈরি করেছেন।
এই সোলার সেলের ওপর বৃষ্টির ফোঁটা পড়লে বৃষ্টি উৎপন্ন হয়। এই সোলার সেল মেঘলা কিংবা বর্ষণমুখর দিনে বৃষ্টি উৎপাদন করতে পারে। 
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পদ্ধতিতে বৃষ্টির ফোঁটা গ্রাফিনের ওপর পড়ে। তখন প্রাকৃতিক ক্যাপাসিটর তৈরি হয়। তখন গ্রাফিন ইলেক্ট্রোন এবং পানির আয়ন যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন করে।
যদিও এই সোলার সেলে বৃষ্টির ফোঁটা পড়ার কৌশল পর্যাপ্ত নয়। এই উপায়ে বৃষ্টির ফোঁটা থেকে মাত্র ৬.৫ ভাগ বিদ্যুতে রূপান্তরিত হয়। অন্যদিকে সূর্যের আলো থেকে সোলার প্যানেলের সহায়তায় ২২ শতাংশ পর্যন্ত আলো বিদ্যুতে রূপান্তরিত হয়। তবে আশার কথা হচ্ছে, বিজ্ঞানীরা যদি গ্রাফিন কোটেড সেলের উন্নতি সাধন করতে পারে তবে এই প্রযুক্তি হবে ‍যুগান্তকারী। তখন সূর্যের আলোর জন্য আর অপেক্ষা করতে হবে না। বর্ষাকালেও সোলার প্যানেলে মিলবে বিদ্যুৎ।

No comments:

Post a Comment