Monday 6 July 2015

পাসওয়ার্ড যখন সেলফি

অনলাইন মার্কেটিং-এর ক্ষেত্রে নয়া নিয়ম চালু হচ্ছে মাস্টার কার্ডের ক্ষেত্রে। আনা হচ্ছে নয়া প্রযুক্তি। এবার আর পাসওয়ার্ড লাগবে না। সেলফি তুলে দিলেই লগ ইন করা যাবে। স্মার্টফোনের মাধ্যমে ছবি তুলে পোস্ট করা যাবে। ছবিই প্রযুক্তির ভাষায় বদলে হবে যাবে পাসওয়ার্ড।
মাস্টার কার্ড এক্সিকিউটিভ অজয় ভাল্লা জানিয়েছেন, ”যার অ্যাকাউন্ট তাঁকে দিয়েই আমরা চিনতে চাই, তার কি মনে রাখে সেটা দিয়ে নয়।” নতুন প্রজন্ম এমনিতেই সেলফি তুলতে পছন্দ করে। তাই এই নিয়মে মানুষের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারের জন্য স্মার্টফোনে মাস্টার কার্ড অ্যাপ ডাউনলোড করতে হবে।

No comments:

Post a Comment