Friday 18 September 2015

স্ক্যানারকে বানিয়ে ফেলুন ক্যামেরা

একটি সাধারণ স্ক্যানারকেই হাই রেজুলেশন ক্যামেরা বানিয়ে ফেলা সম্ভব। এর জন্য স্ক্যানারটি খুলে একটু কাস্টমাইজ করে নিলেই চলে। আর এ ধরনের ক্যামেরা দিয়ে ১৪৩ ‍মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন। যা অন্য সাধারণ প্রফেশনাল ক্যামেরাতেও সম্ভব নয়!
স্ক্যানার আসলে বড় ইমেজ সেনসর ডিভাইস। একটি মধ্যম আকারের ক্যামেরা বানানোর জন্য Epson V30 সিরেজের একটি স্ক্যানারই যথেষ্ট। এই ক্যামেরা অন্য ক্যামেরার মতোই বহনযোগ্য এবং ট্রাইপডেও রাখতে পারবেন। তবে ছবি তোলার জন্য এই ক্যামেরার সাথে কম্পিউটার যুক্ত করা জরুরি। আর লাইভ কোনো ভিউ ফাইন্ডারও পাবেন না যা দিয়ে ফ্রেম ঠিক করা যায়। আরেকটি সমস্যা আছে সেটি হলো একটি ছবি তুলতে আপনার কয়েক মিনিটও লেগে যেতে পারে। যেখানে সাধারণ ক্যামেরায় সেকেন্ডের ব্যাপার। এছাড়া সীমিত আলোক সংবেদনশীলতার জন্য রাতের বেলা ছবি তোলার ‍ইচ্ছেটা বাদ দিতে হবে। এসব সমস্যা বাদ দিলে এই স্ক্যানার ক্যামেরা দিয়ে যে ছবি পাবেন তা লাখ টাকার ক্যামেরাতেও আসবে না।

No comments:

Post a Comment