Monday 19 October 2015

পাখা ছাড়াই উড়ছে মানুষ

না কোনো পাখিও না। সমুদ্রের ওপর পাখনা ছাড়াই উড়ে বেড়াচ্ছে মানুষ। তাও আবার দাঁড়িয়ে থেকেই। অ্যালেক্সেন্ডার দুরু সমুদ্রের ওপর উড়তে সাহায্য নিলেন একটি মেশিনের।
২৫০ মিটারেরও বেশি পথ অল্প সময়েই অনায়াসেই উড়ে গেলেন অ্যালেক্সেন্ডার দুরু। আর এই আবিস্কারই তৈরি করল নতুন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড।
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যালেক্সেন্ডার দুরু তাঁর রেকর্ডের কথা প্রসঙ্গে বলেন, ‘আমি সত্যি ভেবেছিলাম এইভাবে কোনো একদিন উড়ে বেড়াতে পারব। মনে হত এটা সম্ভব।’ সেটাই করে দেখাতে পেরে অভিভূত অ্যালেক্সেন্ডার দুরু।
দেখুন সমুদ্রে থেকে মাত্র পাঁচ ফিট ওপরে ২৫০ মিটারেরও বেশি পথ উড়ে বেড়ানোর ভিডিও-

সূত্র: জিনিউজ

No comments:

Post a Comment