Saturday 31 October 2015

হাতে পরা যাবে ব্যাটারি

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন ধরণের ব্যাটারির প্রোটোটাই তৈরি করেছে। এটি নমনীয় এবং পরিধানযোগ্য। ফলে স্মার্টওয়াচ, নেকলেস এবং হেডব্যান্ডের সঙ্গে এটি পরিধান করা যাবে। ফলে গ্যাজেটের ব্যাটারির আয়ু ৫০ শতাংশ বাড়বে। 
স্যামসাংয়ের উদ্ভাবিত এই নতুন প্রযুক্তির নাম দেয়া হয়েছে ‘ইমপ্লাইস’। এটি খুব নমনীয়। দেখতেও আকর্ষণীয়। মাত্র ০.৩ মিলিমিটার পুরুত্বের এই গ্যাজেটটি দেখতে অনেকটা কাপড়ের ব্যান্ডের মত। এই ব্যাটারিটি হাতের কব্জিতে স্মার্টওয়াচের বেল্ট হিসেবে ব্যবহার করা যাবে। একই ভাবে নেকলেস, হেডব্যান্ডেও লাগিয়ে পড়া যাবে।
স্যামসাং দাবি করছে তাদের ইমপ্লাইস নামের পরিধানযোগ্য ব্যাটারি গ্যাজেটকে আরও ৫০ শতাংশ আয়ু যোগ করবে। এটিতে থাকা শক্তির ঘনত্ব অন্যসব ব্যাটারির তুলনায় বেশি। এই পরিধানযোগ্য ব্যাটারিতে লিথিয়ম আয়ন ব্যবহার করা হয়েছে।  
এটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে স্যামসাং বিস্তারিত কিছু জানায়নি।

No comments:

Post a Comment