Friday 11 March 2016

একটি শর্টকাট দিয়ে জেনে নিন জিমেইলের সব শর্টকাট


মেইল আদান-প্রদানের ক্ষেত্রে সার্চ জায়ান্ট গুগলের জিমেইল সর্বাধিক জনপ্রিয়। আর ব্যবহারকারীর সুবিধার্থে এতে রয়েছে নানান সুবিধা। কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও জিমেইলে ব্যবহার করা যায়, একথা আমরা অনেকেই জানি।
মূলত দ্রুত ব্যবহারের জন্য কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয় কিংবা কোনো কারণে মাউস কাজ না করলে, কিবোর্ড শর্টকার্ট ব্যবহার করা হয়। কিন্তু আপনি কী এটা জানেন যে, জিমেইলের যাবতীয় কিবোর্ড শর্টকাট আপনি জেনে নিতে পারেন আরেকটি বিশেষ শর্টকার্টের মাধ্যমেই! বিশ্বাস না হলে নিজেই এবার বিশেষ শটকার্টটি ব্যবহার করে জেনে নিন, জিমেইলের সবগুলো কিবোর্ড শর্টকাট।
এর জন্য প্রথমে আপনার জিমেইলে লগ-ইন করুন। এবার যেকোনো ফাঁকা অংশে ক্লিক করুন। এরপর ‘Shift’ এবং ‘?’ কী (বাটন) দুটো একসঙ্গে চাপুন। তাইলে দেখবেন নতুন একটা পপআপ উইন্ডা চালু হবে এবং সেখানে জিমেইলের সবগুলো কিবোর্ড শটকার্ট দেয়া রয়েছে।

No comments:

Post a Comment