Sunday 27 March 2016

ইউজার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুকের নতুন ফিচার

ইউজারদের সুবিধার্থে এবং একঘেয়েমি থেকে মুক্তি দিতে কত কিছুই না করে ফেসবুক৷ এই তো সেদিন লাইকের সঙ্গে ভালবাসা, হাসি, বিস্ময়, রাগ ইত্যাদি আবেগ প্রকাশের জন্য নতুন ইমোজি নিয়ে এল ফেসবুক৷ এবার আরও এক নতুন ফিচার যুক্ত হতে চলেছে ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য৷
কোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট যদি অপর কোনো ব্যক্তি বা হ্যাকাররা অন্য কোনো কম্পিউটার বা গ্যাজেট থেকে লগ ইন করার চেষ্টা করেন তবে ফেসবুকের পক্ষ থেকে ওই অ্যাকাউন্টের মালিককে সতর্ক করা হবে৷ এই সতর্কবার্তা ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে খুবই গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ৷
প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাস থেকেই পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করেছিল ফেসবুক৷ বর্তমানে বিশ্বের প্রায় ৭৫ শতাংশ ফেসবুক ইউজারই এই নতুন ফিচারের সুবিধা পাচ্ছেন৷ ফেসবুকের নারী ইউজারদের সুরক্ষা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷ হালের এই নতুন ফিচার ফেসবুকে নারীদের অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করবে বলেই আশা করছে কর্তৃপক্ষ৷

No comments:

Post a Comment