Sunday 20 March 2016

অফলাইনেও আসছে গুগল

সার্চ ইঞ্জিন গুগল ব্যবহারকারীদের কাছে সুখবর। এবার গুগল ব্যবহার আরও সহজ হয়ে গেল। আর শুধু অনলাইনেই নয়, অফলাইনেও ব্যবহার করতে পারবেন গুগল। অপলাইনে গুগল ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি 'গুগল নাউ' তৈরির কাজ করছে।
এর মাধ্যমে অফলাইনেও গুগল ব্যবহার করা যাবে। তবে এই সুবিধা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পাবেন।
অফলাইনে গুগল ব্যবহার করার জন্য প্রচুর প্রসেসিং পাওয়ার এবং মেমোরির দরকার হয়। গুগল ইঞ্জিনিয়াররা তাদের তথ্যপ্রযুক্তিকে আরও শক্তিশালী করার কাজও শুরু করে দিয়েছেন। তারা জানিয়েছেন, এরপর থেকে গুগলের টেকনোলজি এখনের তুলনায় আরও ফাস্ট হতে চলেছে।

No comments:

Post a Comment