Wednesday 2 March 2016

যে কারণে কি-বোর্ডের F এবং J কি’তে দাগ থাকে

আপনি কি কখনো খেয়াল করেছেন, কম্পিউটারের কি-বোর্ডের F এবং J কি দুটোর ওপর একটা ছোট্ট দাগ দেওয়া থাকে? আর যদি খেয়াল করে থাকেন, তাহলে জানেন কি এর কারণ?

পুরো কি-বোর্ডটার মধ্যে শুধুমাত্র ওই কি দুটির ওপরেই এরকম চিহ্নিত করা রয়েছে। এরকম চিহ্ন করে দেওয়ার কারণ যাতে আমরা আমাদের আঙুলগুলোকে ঠিকঠাক ভাবে কি-বোর্ডের ওপর চালাতে পারি। এর ফলে আমাদের টাইপ করার স্পিডও বেড়ে যায়।
কি-বোর্ডের ওপর ঝুঁকে পড়ে দেখতে হয় না। টাইপ করার সুবিধার জন্যই এমনটা করা হয়েছে। এর কারণটা খুব ছোট মনে হতে পারে। কিন্তু সহজে টাইপ করার জন্য খুব উপকারি এই দুটি কি।

No comments:

Post a Comment