Thursday 10 December 2015

ফোনে থাকছে না মজিলা ফায়ার ফক্স

জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্সের অ্যাপ স্মার্টফোনের জন্য আর থাকছে না। মজিলা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে মোজিলার  ডেভেলপার সম্মেলনে স্মার্টফোন অপারেটিং সিস্টেম ‘ফায়ারফক্স ওএস’ তৈরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
 যদিও তারা অন্যান্য ডিভাইসগুলোতে তাদের পরীক্ষা নিরীক্ষা চালাবে।
মজিলা কানেকটেড ডিভাইসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যারি জাকসি বলেন, ‘‘ফায়ারফক্স ওএস ওয়েব ব্যবহারে খুব নমনীয়। কমদামি স্মার্টফোন থেকে শুরু করে এইচডি টিভি পর্যন্ত এতদিন পর্যন্ত ফায়ারফক্স ব্যবহার করা যাচ্ছিল। যদিও আমরা ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ ভালো কিছু দিতে পারিনি। তাই আমরা ক্যারিয়ার চ্যানেলে স্মার্টফোনের জন্য ওএস বানানো বন্ধ করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ভবিষ্যতের কাজগুলো সম্পর্কে শিগগিরই জানাবো এবং কানেকটেড ডিভাইসগুলোর জন্য  নতুন  ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে আমরা অভিজ্ঞতাকে কাজে লাগাবো।’
ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ডিভাইস ফিচার এবং মূল্য ঠিক করার ব্যাপারে সবসময় পিছিয়ে ছিল। বিদ্যমান অনেকগুলো অ্যাপসের সাথে মিল না থাকাতে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা অর্জন করতে পারে নি।

No comments:

Post a Comment