Saturday 19 December 2015

প্রফেশনাল গ্রাফিক্সের কাজ এবার মোবাইলে

মোবাইলে গ্রাফিক্স এর কাজ করবার জন্যে মার্কিন সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি ইনকর্পোরেটেড নিয়ে এলো নতুন এক অ্যাপ ‘অ্যাডোবি পোস্ট'। প্রযুক্তি বিষয়ক সাইট 'টেকক্রাঞ্চ' থেকে জানা গিয়েছে, মোবাইলে গ্রাফিক্সের কাজ আরও সহজ করবার জন্যে অ্যাডোবি ইনকর্পোরেটেড সংস্থাটি এই নতুন অ্যাপ বাজারে নিয়ে এসেছে।
মার্কিন সংস্থাটি এর আগে অ্যাডোবি স্লেট, অ্যাডোবি ভয়েস ইত্যাদি অ্যাপ বাজারে নিয়ে এসেছিল।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ‘অ্যাডোবি পোস্ট' অ্যাপটি ব্যবহার করা খুব সহজ। এই অ্যাপটিতে ছবি এডিট করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ছাড়া আরও বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে ছবি শেয়ার করা যাবে। শুধুমাত্র ছবি এডিট এবং শেয়ার করা নয় ব্যবহারকারী চাইলে বিভিন্ন টেমপ্লেট ডিজাইন, ব্যাকগ্রাউন্ড থেকে পছন্দমতো রং বেছে নিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনেও সাহায্য করবে এই অ্যাপটি।  এছাড়াও প্রফেশনালরা আমন্ত্রণপত্র, ব্লক-ব্যানার, ইমেইল নিউজলেটার গ্রাফিক্সের মতো কাজ করতে পারবেন খুব সহজে।  - সংবাদমাধ্যম

No comments:

Post a Comment