Tuesday 12 January 2016

যেভাবে বাড়াবেন ইন্টারনেটের গতি

আপনার ইন্টারনেট কি কচ্ছপ গতির? কিংবা স্লথ গতিতে ডাউনলোড হয়! কি করবেন? বসে বসে মাথার চুল চিড়বেন। নাকি ঘরোয়া উপায়ে বাড়িয়ে নেবেন ইন্টারনেটের গতি। প্রথমে ডাউনলোড ও আপলোড স্পিড দেখে নিন। ইন্টারনেট স্পিড চেক করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে।
Speedtest.net বা DSLReports.com মাধ্যম দিয়ে দেখে নিতে পারেন আপনার কম্পিউটারে ইন্টারনেট স্পিড।
DNS সেটিং আপনার কম্পিউটারে ইন্টারনেট স্পিডের তারতম্য ঘটাতে পারে। ব্রডব্যান্ড ব্যবহার করার আগে দেখে নিন DNS সেটিংস। আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে থেকে নিজস্ব DNS সেটিংস নিন। কারণ ইন্টারনেট ব্যবহার করার সময় ডিফল্ট DNS সেটিংস তৈরি হয়। গ্লোবাল DNS সেটিংস ব্যবহার করুন সব সাইট খোলার জন্য। তারসঙ্গে IP adress, Subnet Mask, Default Gateway চেক করে নিন।
কেবল ইন্টারনেট, ব্রডব্যান্ড, FiOS কানেকশনে ইন্টারনেট স্পিড বাড়াতে tweak test  ব্যবহার করতে পারেন।

No comments:

Post a Comment