Thursday 7 January 2016

একসঙ্গে ইনস্টল করুন প্রয়োজনীয় সফটওয়্যার



কম্পিউটারে একদম নতুনভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করলে কিংবা নতুন কম্পিউটার কিনলে অত্যাবশ্যকীয় অনেক সফটওয়্যার ইন্টারনেট থেকে নামিয়ে ইনস্টল করার প্রয়োজন হয়। বিনা মূল্যে পাওয়া যায় এমনসব প্রয়োজনীয় সফটওয়্যার একসঙ্গে ইনস্টল করার সুবিধা দিচ্ছে Ninite।
ইন্টারনেট সংযোগ চালু করে সোজা যেতে হবে https://ninite.com ওয়েবসাইটে। তারপর ওয়েব ব্রাউজার, সিকিউরিটি, মেসেজিং, মিডিয়া, ডকুমেন্টস ইত্যাদি শ্রেণিতে যেসব সফটওয়্যারের তালিকা দেওয়া আছে সেগুলো থেকে পছন্দের সফটওয়্যারের পাশে টিক দিয়ে দিয়ে নিচে থাকা সবুজ Get Installer বোতামটিতে ক্লিক করতে হবে। ছোট আকারের ইনস্টলার অ্যাপলিকেশনটি নামানোর পর ক্লিক করে ইনস্টল করুন। ইনস্টলারটি নিজে নিজে সব নির্বাচিত সফটওয়্যারগুলো ইন্টারনেট থেকে নামিয়ে নিজে থেকেই ইনস্টল করতে থাকবে। সবকিছু সফলভাবে ইনস্টলের পর একটি বার্তা দিয়ে সফটওয়্যারগুলোর অবস্থা দেখাবে।  মঈন চৌধুরী

No comments:

Post a Comment