Wednesday 6 January 2016

ইংরেজি শেখার নতুন ওয়েব সাইট

ইংরেজি শেখার জন্য নতুন একটি ওয়েব সাইট চালু হয়েছে। 'ইংলিশ ফর টুডে' নামের সাইটটি তৈরি করেছেন মো. শামীম হোসেন। সাইটটিতে ইংরেজি শব্দার্থের জন্য রয়েছে ভোকাবুলারি এবং পেশাজীবীদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহার্য বাংলা বাক্যের ইংরেজি প্রয়োগ।
এছাড়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের  জন্য প্রয়োজনীয় বিষয়াবলী রয়েছে এতে। বিদেশ যেতে ইচ্ছুকদের জন্য রয়েছে 'জিআরই' বিভাগ যেখানে অনলাইনে পরীক্ষা দেয়ার সুযোগ আছে।
ওয়েব সাইট নির্মাণ বিষয়ে আইটি প্রতিষ্ঠান অরেঞ্জবিডি লিমিটেড সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. শামীম হোসেন বলেন, 'আমাদের সবার মাঝে কম বেশি ইংরেজি ভাষা নিয়ে ভয় কাজ করে। এই ভয়কে দূর করতে এবং নিজ থেকে ইংরেজি ভাষা আরো সহজে শেখার ক্ষেত্রে এই সাইটটি অনেক সাহয্য করবে বলে আমি আশাবাদী।' সংবাদ বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment