Saturday 4 June 2011

আসছে ইন্টারনেট এক্সপ্লোরার ১০

ইন্টারনেট এক্সপ্লোরার [আইই] ৯ অবমুক্তির এক মাসের মাথায় এই ওয়েব ব্রাউজারের পরবর্তী সংস্করণ ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত ওয়েব এবং ফোন ডেভেলপারদের বার্ষিক শীর্ষ সম্মেলন ‘মিক্স-১১’ এ মাইক্রোসফট আইই ১০ এর পরিকল্পনা উপস্থাপন করে। আইই-৯ এর পূর্ণ সংস্করণ মুক্তি পাওয়ার এক মাসের মধ্যেই আইই-১০-প্রাক প্রর্দশন হলো।
মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ডিয়ান হাসামোভিচ ব্লম্নগে জানিয়েছেন, নতুন সংস্করণে এইচটিএমএল৫ ও সিএসএস৩-এর ওপর জোর দেওয়া হচ্ছে। তিন সপ্তাহের পরিশ্রমে এটি তৈরি করা সম্ভব হয়েছে। ‘ব্রাউজার ও হার্ডওয়্যার এক্সেলেরেশন’র সমন্বয়ের মাধ্যমে একই মার্কআপ ভাষা ব্যবহার করে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করা হবে বলে তিনি জানান। আইই-১০-এ দারুণ সব ফিচার থাকছে। এর মধ্যে রয়েছে মাল্টি কলাম লেআউট, গ্রিড লেআউট, ফ্লেক্সিবল বক্স লেআউট, থ্রিডি ট্রান্সফর্ম প্রভৃতি। মাইক্রোসফটের প্রতিযোগী হিসেবে মজিলা সম্প্রতি ফায়ারফক্স-৪ অবমুক্ত করেছে। মুক্তি পাওয়ার পরই এটি প্রথম মিনিটে ৫ হাজার বার ডাউনলোড হয়। এছাড়া মজিলা আগামী ২১ জুন ফায়ারফক্স-৫ ছাড়ার ঘোষণা দিয়েছে। গুগলের ক্রমও একের পর এক নতুন সংস্করণ মুক্ত করছে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে এক্সপ্লোরারের নতুন সংস্করণ ছাড়ছে মাইক্রোসফট। তবে এটি ভিসতা সমর্থন করবে না।

No comments:

Post a Comment