Thursday 9 June 2011

হাইবারনেট সক্রিয় করা

উইন্ডোজ এক্সপি বা ভিসতায় অনেক সময় হাইবারনেট অপশনটি থাকে না। তবে Control Panel> Power Options এর Hibernate ট্যাবে গিয়ে হাইবারনেট সক্রিয় বা নিষ্ক্রিয় করা যায়। কমান্ড প্রম্পট থেকে সহজেই হাইবারনেট সক্রিয় বা নিষ্ক্রিয় করতে Window Key+r (Start>Run) চেপে (রানে গিয়ে) cmd লিখে এন্টার করে কমান্ড প্রম্পটে powercfg/hibernate on লিখে বা powercfg-h on লিখে এন্টার করলে হাইবারনেট সক্রিয় হবে।
আর হাইবারনেট নিষ্ক্রিয় করতে powercfg/hibernate off লিখে বা powercfg-h off লিখে এন্টার করলেই হবে।

No comments:

Post a Comment