Monday 6 June 2011

যাচাই করে নিন আপনার এন্টিভাইরাস কাজ করছে কিনা

পিসি’কে নিরাপদ রাখতে আমারা অনেকেই অনেক ধরনের এন্টিভাইরাস ব্যাবহার করে থাকি। কোন’টি ভালো কোন’টি মন্দ তা নিয়ে অনেক মতভেদ আছে। এখন ছোট্ট একটি টিকস্ দ্বারা যাচাই করুন আসলেই আপনার এন্টি ভাইরাস কতটা ভালো এবং সেটি কতটা কার্যকরী।এন্টিভাইরাস কাজ করছে কি/না তা পরীক্ষা করার জন্য প্রথমে

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
উপরের লাই’টি কপি করে নোটপ্যাডে পেস্ট করুন এবং nilanchol.com নামে ফাইল’টি সেভ করুন।
সাধারণত ফাইলটি  সেভ করার সাথে সাথে এন্টি ভাইরাস ফাইলটি ভাইরাস হিসেবে ধরে ফেলবে এবং এর দ্বারা  বুঝা যাবে এন্টি ভাইরাসটি ঠিকমত কাজ করছে ।
এছাড়াও ফাইলটি কোন ZIP or RAR file এ সেভ করে  এন্টি ভাইরাস দ্বারা স্ক্যান করে দেখা যেতে পারে
যে এন্টি ভাইরাসটি compressed ফাইল থেকে ভাইরাসটি ধরতে পারে কিনা ।
এই পরীক্ষা করার ফলে কম্পিউটারে কোন সমস্যা হয় না তাই খুব সহজেই আমরা এ পরীক্ষার মাধ্যমে এন্টি ভাইরাস
ঠিকমত কাজ করছে কিনা তা বুঝতে পারব ।

No comments:

Post a Comment