Saturday 11 June 2011

গুগল আর্থে নিজের ছবি

নিজের এলাকাকে বা আপনার ক্যামেরায় তোলা ছবিটি তুলে ধরতে পারেন বিশ্বের কাছে। আপনার ভালো লাগা যে কোনো প্রকৃতির ছবি আপলোড করতে পারেন। panoramio.com তে ছবিটি আপলোড করে ম্যাপিং করে দিন। কর্তৃপক্ষ ছবিটি যাচাই করে গুগল আর্থের জন্য নির্বাচন করবে। প্রায় এক মাস পর সে ছবিটি গুগল আর্থে দেখা যাবে। ছবি আপলোড করার সময় অবশ্যই মনে রাখতে হবে এখানে কোনো পারসোনাল ছবি আপলোড করা যাবে না। যেমন নিজের ছবি, বন্ধুর ছবি ইত্যাদি। শুধু প্রাকৃতিক দৃশ্য, স্কুল কলেজ, হাসপাতাল, রাস্তা, সেতু, কোনো ভালো নির্মাণ ইত্যাদি।
ছবি ম্যাপিং করার সময় ভালো করে জুমিং করে নির্দিষ্ট জায়গায় বসানোর চেষ্টা করবেন। এতে পর্যটকদের সে জায়গাটি বের করা খুব সহজ হবে। আপনি যতটুকু জুম করে ছবিটি বসাবেন গুগল আর্থের ভিজিটররা ততটুকু জুম করার পর সে ছবির আইকন দেখতে পাবে। ম্যাপিং করার সময় আশপাশের কোনো জেলা বা থানা লিখে সার্চ দিন। আর যারা মোবাইল দিয়ে ছবি তুলেন আর সে মোবাইলটি যদি জিপিএস এনাবল হয়ে থাকে তাহলে ইমেজ সেটিং-এ সেইভ ইমেজ লোকেশন সিলেক্ট করে নিন, তাহলে আপনাকে খুঁজে আর ছবির সে জায়গাটি বের করতে হবে না। আপনি যখন ছবিটি আপলোড করবেন তখনই অটোমেটিক্যালি সেটা ম্যাপিং হয়ে যাবে। তাও আবার একচুয়াল লোকেশনে। আপনার তুলা আপনার পিসিতে কোনো ভালো ছবি থাকলে আজই আপলোড করুন।

No comments:

Post a Comment