Monday 6 June 2011

কম্পিউটার থেকে হারিয়ে যাওয়া হার্ডওয়্যার ড্রাইভার সহজেই খুজে বের করুন নেট থেকে

সাধারনত নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করার কিছু দিন হয়তো দেখা যায় আপনার সিস্টেম থেকে হার্ডওয়্যার ড্রাইভ উদাও, ড্রাইভারটি কোনভাবে কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে !!! সমস্যা নেই এবার ইন্টারনেট থেকে খুজে বের করতে পারবেন আপনার কম্পিউটার থেকে হারিয়ে হাওয়া হার্ডওয়্যার ড্রাইভার।

যেভাবে খুঁজে বের করবেন প্রয়োজনীয় হার্ড ড্রাইভ:

  • সর্বপ্রথম Start >Control panel >system অনুসরণ করুন।
  • System থেকে Hardware ট্যাব সিলেক্ট করুন।
  • এবার Device Manager সিলেক্ট করুন। এখানে আপনার পিসির সাথে সংযুক্ত হার্ডওয়্যারগুলোর একটি তালিকা দেখতে পাবেন। যেসব হার্ডওয়্যার ড্রাইভারের অভাবে ঠিকমতো ইনস্টল করা হয়নি সেগুলোর পাশে হলুদ রঙের প্রশ্নবোধক [?] চিহ্ন থাকবে
  • [?] হলুদ প্রশ্নবোধক চিহ্নিত হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Properties ওপেন করুন। Properties থেকে Details ট্যাবটি সিলেক্ট করুন।
  • এবার ড্রপ ডাউন মেনু থেকে Hardware এর id টি সিলেক্ট করুন।
  • এবার ভেল্যু লিস্ট থেকে সর্বশেষ ভ্যালু ctrl+c চেপে কপি করুন। এবার তা আপনার পছন্দের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে পেষ্ট করে দিয়ে অনুসন্ধান করুন…দেখবেন মুহূর্তের মাঝেই আপনার সামনে এসে হাজির হবে আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি!

No comments:

Post a Comment